ফ্রান্সের জাতীয় পরিষদের সভানেত্রী ইয়ায়েল ব্রন-পিভে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, তিনি ইহুদিবিদ্বেষমূলক ও হুমকিস্বরূপ একাধিক চিঠি পেয়েছেন। সূত্র জেরুজালেম পোস্ট।
বর্দোর একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আগে লেখা সেই চিঠিগুলিতে বলা হয়, “অনেকদিন ধরে এই শয়তানি ইহুদিকে শেষ করার চেষ্টা করছি আমরা।”
চিঠিতে আরও লেখা ছিল, “এই বেশ্যাকে ধ্বংস করতে পারা কতটা আনন্দের! ভালো ইহুদি কেবল মৃত ইহুদিই হতে পারে।”
আরেকটি চিঠিতে সরাসরি হুমকি দেওয়া হয়—“ইহুদি বেশ্যা, তুই মরতে চলেছিস।”
চিঠিগুলিতে শুধু ইহুদি বিদ্বেষ নয়, ছিল নারীদের উদ্দেশেও কুরুচিকর ভাষা। এমনকি ফরাসি-আরবি অপমানসূচক শব্দ ‘ইয়ুপিন’-ও ব্যবহার করা হয়েছে।
এক চিঠিতে লেখা হয়, “আমরা তোকে ধ্বংস করব…আশা করছি, আমাদের আগেই ক্যানসার তা করে দেবে।” জানুয়ারিতে ব্রন-পিভে জানান, তিন বছর আগে তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে এবং তিনি বর্তমানে হরমোন থেরাপি নিচ্ছেন।
এই হুমকির বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি X (পূর্বতন টুইটার)-এ লেখেন, “আমাকে কেউই থামাতে পারবে না। আমি ফরাসি জনগণের সঙ্গে দেখা করব এবং আমাদের প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষা করব।”
তার সমর্থনে এগিয়ে আসে ‘Collectif Nous Vivrons’ গোষ্ঠী, যারা এই হুমকিকে কাপুরুষোচিত বলে অভিহিত করে।
ফ্রান্সের ইহুদি সংস্থা CRIF-এর সভাপতি ইয়োনাথান আরফি X-এ লেখেন, “ইহুদিবিদ্বেষী কোনো কাজই তুচ্ছ নয়। তবে একজন নির্বাচিত প্রতিনিধি লক্ষ্যবস্তু হলে তা আরও ভয়াবহ।”
তিনি বলেন, “ফ্রান্সে ইহুদি বিদ্বেষ প্রায়শই প্রজাতন্ত্রবিদ্বেষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”
ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার লার্শার জানান, ব্রন-পিভে আগেও এমন অসহ্য ইহুদিবিদ্বেষের শিকার হয়েছেন।
Le Figaro পত্রিকার তথ্য অনুযায়ী, ২০২১ সালেও তিনি ইমেলে একাধিক ইহুদিবিদ্বেষী গালিগালাজ ও হুমকি পেয়েছিলেন।

April 30, 2025