সান ফ্রান্সিসকো উপত্যকার প্যাসেজে হঠাৎ করেই শোনা গেলো ইলন মাস্ক আর মার্ক জাকারবার্গের গলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও জানাচ্ছে—প্যালো অল্টো, মেনলো পার্ক আর রেডউড সিটির ট্র্যাফিক সিগন্যাল বোতাম টিপলেই ভেসে আসছে এই ‘অচেনা পরিচিত’ কণ্ঠ।
এই ঘটনাকে প্রযুক্তি ধনকুবেরদের অবাঞ্ছিত উপস্থিতি ও প্রভাবের বিরুদ্ধে এক ধরণের ব্যঙ্গাত্মক প্রতিবাদ বলেই মনে করছেন অনেকে। হ্যাকারদের এক দল নকল কণ্ঠস্বরের মাধ্যমে এসব বার্তা ঢুকিয়ে দিয়েছে ক্রসওয়াক বোতামের অডিও সিস্টেমে।
ক্যালিফোর্নিয়ার প্যালো অল্টো, মেনলো পার্ক আর রেডউড সিটিতে এই ঘটনাগুলি ঘটেছে বলে জানা যাচ্ছে।
হ্যালো, আমি ইলন মাস্ক
প্যালো অল্টোর শহরকেন্দ্রে, যেখানে টেসলার ইঞ্জিনিয়ারিং দপ্তর অবস্থিত, সেখানকার এক ক্রসওয়াকে ইলন মাস্কের অনুকরণে শোনা গেল এমন একটি বার্তা—“হ্যালো, আমি ইলন মাস্ক। স্বাগতম প্যালো অল্টোতে—টেসলার প্রকৌশলের বাড়ি। জানো তো, লোকে বলে টাকায় সুখ কেনা যায় না। হ্যাঁ, ঠিকই তো। আমি নিজেও সেটা মানি। ঈশ্বর জানেন, আমি কত চেষ্টা করেছি। কিন্তু টাকায় সাইবারট্রাক কেনা যায়, তাই না? ওটা তো দারুণ! তবে… ধুর, আমি ভীষণ একা।”
হ্যালো, আমি মার্ক জাকারবার্গ
এনবিসি বে এরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মেনলো পার্কের এল কামিনো রিয়েল আর সান্তা ক্রুজ অ্যাভিনিউর মোড়ে থাকা এক ক্রসওয়াক বোতামে চাপ দিলেই আরেকটি বার্তা ভেসে আসছিল—“হ্যালো, আমি মার্ক জাকারবার্গ, কিন্তু যারা আমাকে চেনে তারা বলে ‘দ্য জুক’। জানো তো, তোমার চেতন জীবনের প্রতিটি কোণে আমরা যখন জোর করে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢুকিয়ে দিচ্ছি, তখন অস্বস্তি বোধ করা কিংবা অপমানিত মনে হওয়াটা একেবারে স্বাভাবিক। কিন্তু চিন্তা কোরো না। কারণ তুমি কিছুই করতে পারবে না এটা থামানোর জন্য। যাই হোক, আবার দেখা হবে।”
এইসব বার্তার ভিডিও বিভিন্ন স্থান থেকে তোলা হয়েছে—প্যালো অল্টো, মেনলো পার্ক, ও রেডউড সিটির নানা মোড় থেকে। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
মেটা সংস্থার একজন মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য না করে সংশ্লিষ্ট শহর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
প্যালো অল্টো শহরের মুখ্য যোগাযোগ কর্মকর্তা মেগান হোরিগান-টেলর বলেছেন—“আমাদের ধারণা, শুক্রবার রাতে কেউ ক্রসওয়াক বোতামের ভয়েস ফিচারে হস্তক্ষেপ করেছে। শনিবার সকাল পর্যন্ত আমাদের কর্মীরা ব্যাপারটা ধরতে পারেননি।”
হোরিগান-টেলরের ভাষ্য অনুযায়ী, শহরকেন্দ্রের মোট ১২টি মোড়ে অডিও সিস্টেম ‘ত্রুটিপূর্ণভাবে কাজ করছিল।’ “শহরের পক্ষ থেকে অডিও ফিচারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যতক্ষণ না ঠিকঠাক মেরামত সম্পন্ন হয়,” বলেন তিনি। “শহরের অন্যান্য ট্র্যাফিক সিগন্যাল পরীক্ষা করে দেখা হয়েছে, এবং এই ঘটনা সীমাবদ্ধ। সিগন্যাল কার্যক্রম স্বাভাবিক আছে। তবে চালকদের অনুরোধ করছি, পথচারীদের পাশ দিয়ে যাওয়ার সময় সবসময় সতর্ক থাকুন।”
রেডউড সিটির ডেপুটি সিটি ম্যানেজার জেনিফার ইয়ামাগুমা জানান—“শনিবার আমাদের কর্মীরা এই হ্যাকিংয়ের খবর পেয়েছেন। দ্রুত সমস্যা সমাধানে সক্রিয়ভাবে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হয়েছে।”তবে রেডউড সিটি ও মেনলো পার্কে ঠিক কতগুলি ক্রসওয়াকে এই হ্যাকিংয়ের প্রভাব পড়েছে, তা এখনো স্পষ্ট নয়।
শনিবার এনবিসি বে এরিয়ার তরফে যোগাযোগ করা হলেও মেনলো পার্কের কেউ এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।টেসলাও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি—আর সেই অনুপস্থিত প্রতিক্রিয়া যেন হ্যাকারদের মন্তব্যই হয়ে উঠেছে প্রকৃত সাড়া।
বিদেশি গণমাধ্যম অবলম্বনে