সেই শিক্ষাটা যাতে দেশেই থাকে। এতে এ দেশের মানুষ উপকার পাবে।ডাক্তারদের প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের সভা বিবরণীতে দেখেছি সেখানে বলা আছে ২-৩ দিনে আসলে কোনো প্রশিক্ষণ হয় না। কথাটা কিন্তু সত্য। তিন দিনের জন্য গিয়ে ডাক্তাররা কি প্রশিক্ষণ নেবেন? তিন দিনের প্রোগ্রামে সভা-সিম্পোজিয়াম হতে পারে। তবে আমি মনে করি ট্রেনিংয়ের সময় আরও বাড়ানো উচিত। আমরা যাতে হাতে-কলমে বিষয়গুলি শিখতে পারি পারি সেসব বিষয়গুলো ট্রেনিংয়ে যাতে থাকে। দীর্ঘ ট্রেনিংয়ে আমার কোনো আপত্তি নেই। সেটা এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক।স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ডিমেনশিয়ার এবং মুভমেন্ট ডিসঅর্ডার নিয়েও আমাদের দেশ থেকেই গবেষণা হওয়া উচিত।সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক ডাক্তার এম এ হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব ডা. মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ।