জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানাসহ যেকোনো ভুল সংশোধন করে নিতে পারেন খুব সহজেই। এজন্য অনলাইনে নিজেই আবেদন করে মাত্র ৩৪৫ টাকা ফি দিয়ে ৭ দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন সংশোধিত এনআইডি কার্ড।
এনআইডিতে ভুল কীভাবে সংশোধন করা যায়; সেজন্য কীভাবে আবেদন করতে হয়, কী কী ডকুমেন্ট লাগে এবং আবেদনের ফি কীভাবে পরিশোধ করা যায়- চলুন জেনে নেয়া যাক।প্রথমেই ফোনের ক্রম ব্রাউজারে গিয়ে https://services.nidw.gov.bd/nid-pub/ লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে আপনি সরাসরি ঢুকে যাবেন এনআইডি পোর্টালে।এখানে অনেকগুলো অপশন থাকবে। এরমধ্যে > রেজিস্ট্রার করুন < অপশনে ক্লিক করুন। এখান থেকে এনআইডি নম্বর, জন্ম তারিখ দিয়ে প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে, বর্তমান ঠিকানা সিলেক্ট করে এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে NID wallet নামে একটি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইন্সটল করে নিতে হবে। আপনি যদি কম্পিউটার এবং আইফোন ব্যবহার করে আবেদন করতে চান তাহলেও আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের সহযোগিতা নিতে হবে।সেক্ষেত্রে লাল বৃত্তটিতে ক্লিক করলে একটি বারকোড দেখাবে। এই বার কোড স্ক্যান করে আপনি সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যেতে পারবেন।NID wallet অ্যাপ ইন্সটল করে সেটাতে ঢুকলে চেহারা স্ক্যান করার অপশন দেবে। ফেস স্ক্যান অপশনে ঢুকলে ফোনের ওয়েব ক্যামেরা ওপেন হয়ে যাবে। ফেস স্ক্যান করার পরবর্তী ধাপে > বিস্তারিত প্রোফাইল < অপশনে ঢুকতে হবে। সেখানে > এডিট < অপশন পাবেন। এখানে এনআইডির যেকোনো তথ্য এডিট অর্থাৎ সংশোধন, সংযোজন কিংবা বিয়োজন করা যাবে। প্রয়োজনীয় সংশোধনী করার পর > পরবর্তী < অপশনে ক্লিক করলে পুরনো এবং সংশোধিত নতুন তথ্য পাশাপাশি দেখা যাবে। এখান থেকে ভালোভাবে দেখে নিতে হবে সংশোধিত তথ্য সঠিক আছে কি না। সঠিক থাকলে নির্ধারিত ফি দিতে হবে।
language-logo-enENসম্পূর্ণ নিউজ সময়বিজ্ঞান ও প্রযুক্তি১৩ টা ৪৭ মিনিট, ১ মে ২০২৪অনলাইনে এনআইডির ভুল সংশোধন করবেন যেভাবেজাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানাসহ যেকোনো ভুল সংশোধন করে নিতে পারেন খুব সহজেই। এজন্য অনলাইনে নিজেই আবেদন করে মাত্র ৩৪৫ টাকা ফি দিয়ে ৭ দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন সংশোধিত এনআইডি কার্ড।অনলাইনে আবেদন করে মাত্র ৭ দিনেই পেতে পারেন সংশোধিত এনআইডি। প্রতীকী ছবিঅনলাইনে আবেদন করে মাত্র ৭ দিনেই পেতে পারেন সংশোধিত এনআইডি। প্রতীকী ছবিবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক৫ মিনিটে পড়ুনএনআইডিতে ভুল কীভাবে সংশোধন করা যায়; সেজন্য কীভাবে আবেদন করতে হয়, কী কী ডকুমেন্ট লাগে এবং আবেদনের ফি কীভাবে পরিশোধ করা যায়- চলুন জেনে নেয়া যাক।প্রথমেই ফোনের ক্রম ব্রাউজারে গিয়ে https://services.nidw.gov.bd/nid-pub/ লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে আপনি সরাসরি ঢুকে যাবেন এনআইডি পোর্টালে।এখানে অনেকগুলো অপশন থাকবে। এরমধ্যে > রেজিস্ট্রার করুন < অপশনে ক্লিক করুন। এখান থেকে এনআইডি নম্বর, জন্ম তারিখ দিয়ে প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে, বর্তমান ঠিকানা সিলেক্ট করে এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে NID wallet নামে একটি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইন্সটল করে নিতে হবে। আপনি যদি কম্পিউটার এবং আইফোন ব্যবহার করে আবেদন করতে চান তাহলেও আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের সহযোগিতা নিতে হবে।সেক্ষেত্রে লাল বৃত্তটিতে ক্লিক করলে একটি বারকোড দেখাবে। এই বার কোড স্ক্যান করে আপনি সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যেতে পারবেন।NID wallet অ্যাপ ইন্সটল করে সেটাতে ঢুকলে চেহারা স্ক্যান করার অপশন দেবে। ফেস স্ক্যান অপশনে ঢুকলে ফোনের ওয়েব ক্যামেরা ওপেন হয়ে যাবে। ফেস স্ক্যান করার পরবর্তী ধাপে > বিস্তারিত প্রোফাইল < অপশনে ঢুকতে হবে। সেখানে > এডিট < অপশন পাবেন। এখানে এনআইডির যেকোনো তথ্য এডিট অর্থাৎ সংশোধন, সংযোজন কিংবা বিয়োজন করা যাবে। প্রয়োজনীয় সংশোধনী করার পর > পরবর্তী < অপশনে ক্লিক করলে পুরনো এবং সংশোধিত নতুন তথ্য পাশাপাশি দেখা যাবে। এখান থেকে ভালোভাবে দেখে নিতে হবে সংশোধিত তথ্য সঠিক আছে কি না। সঠিক থাকলে নির্ধারিত ফি দিতে হবে। সহজে ফি দেয়ার জন্য সরাসরি চলে যান আপনার মোবাইলের বিকাশ অ্যাপে। সেখানে > পে বিল < অপশনে গেলে নিচের দিকে > NID Service সরকারি ফি < নামে অপশন পাবেন। এখানে গিয়ে আবেদনের ধরন সিলেক্ট করতে হবে। যেহেতু এনআইডির ভুল সংশোধনের জন্য ফি দেবেন, তাই > NID Info Correction < অপশনটি সিলেক্ট করুন। এরপর নিচে এনআইডি নম্বরটা বসিয়ে দিন। এবার সামনে এগুলোই অটোমেটিক ৩৪৫ টাকা ফি বাবদ দেখাবে। বিকাশের গোপন পিন নম্বর দিয়ে পেমেন্ট করে দিন। No description available. এবার ব্রাউজারে গিয়ে আগের পেজটি রিফ্রেশ করলেই ৩৪৫ টাকা ডিপোজিট দেখাবে। এখন পরবর্তী ধাপে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিন।