ডাক্তার, নার্স, সোশ্যাল ওয়ার্কার মিলিয়ে তৈরি হবে ৮০টি প্রাথমিক চিকিৎসা দল
কানাডার অন্টারিও প্রদেশে ৩ লক্ষ রোগীর জন্য ডাক্তার বা নার্স প্র্যাকটিশনার-সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ৮০টি নতুন কিংবা সম্প্রসারিত মেডিকেল টিম তৈরির উদ্যোগ নিচ্ছে প্রাদেশিক সরকার।
কোন মানুষ কোথায় থাকেন—সেই পোস্টাল কোড অনুযায়ী যেন স্বয়ংক্রিয়ভাবে তাঁর সঙ্গে কোনও চিকিৎসা দল যুক্ত হয়ে যায়, সেই ব্যবস্থাই গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রশাসন।
পোস্টাল কোডের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবেন পরিবার চিকিৎসকদের সঙ্গে।স্বাস্থ্য মন্ত্রী সিলভিয়া জোনস বৃহস্পতিবার এই প্রকল্পের জন্য প্রস্তাব আহ্বানের কথা ঘোষণা করেছেন। প্রকল্পে বরাদ্দ হয়েছে ২১.৩ কোটি ডলার। এর আগে নির্বাচনের ঠিক আগের দিন, ১.৮ বিলিয়ন ডলারের যে বৃহৎ পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, তারই একটি অঙ্গ এই পদক্ষেপ।
জানুয়ারিতে প্রাক্তন ফেডারেল স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান প্রাদেশিক প্রাথমিক চিকিৎসা কর্মপরিষদের প্রধান জেন ফিলপটের সঙ্গে যৌথভাবে সিলভিয়া এমনটি জানিয়েছিলেন। তিনি বলেন, আগামী কয়েক বছরে এই বরাদ্দের মাধ্যমে ২০২৯ সালের মধ্যে প্রত্যেক অন্টারিওবাসীর জন্য প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করাই সরকারের চূড়ান্ত লক্ষ্য।
চিকিৎসা বঞ্চিত এলাকাগুলির দিকে অগ্রাধিকার
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, এমন একটি সিস্টেম গড়ে তোলা, যা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকদের তাঁদের পোস্টাল কোড অনুযায়ী কোনও প্রাথমিক চিকিৎসা দলের সঙ্গে যুক্ত করবে। বর্তমানে যে সমস্ত পোস্টাল কোড এলাকায় চিকিৎসকবিহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেখানেই প্রথম পর্যায়ের ফোকাস। নতুন ৮০টি বা সম্প্রসারিত চিকিৎসা দলগুলিকে ‘হেলথ কেয়ার কানেক্ট’ ওয়েটলিস্ট থেকে রোগী অন্তর্ভুক্ত করতে হবে।
সিলভিয়া জোনস বলেন, “এ বছরের গোড়ার দিকের ঘোষণায় আমরা ইতিমধ্যে ৭৮টি নতুন ও সম্প্রসারিত টিম ঘোষণা করেছিলাম। আজকের ঘোষণাটি তারই পরবর্তী ধাপ। ইতিমধ্যেই কিছু দল পূর্ণমাত্রায় কাজ শুরু করে দিয়েছে এবং তাদের প্রতিশ্রুতির চেয়েও বেশি রোগী যুক্ত করে ফেলেছে।”
গ্রীষ্মের মধ্যেই অনুমোদন, শুরু হবে নিয়োগ ও রোগী পরিষেবা
“আমরা আশা করছি এই নতুন ঘোষণার আওতায় গ্রীষ্মের মধ্যেই ৮০টি দলকে অনুমোদন দেওয়া যাবে। ফেব্রুয়ারির ঘোষণায় যেভাবে দলগুলি দ্রুত প্রস্তুত হয়ে কাজ শুরু করেছিল, তেমনটাই আমরা এবারও আশা করছি,”— বলেন জোনস। এই পরিকল্পনায় মোট ২০ লক্ষ নতুন মানুষকে প্রাথমিক চিকিৎসার সঙ্গে যুক্ত করা যাবে বলে দাবি ফিলপট ও জোনসের। তাঁরা জানান, এতেই প্রদেশের প্রতিটি মানুষ কোনও না কোনও চিকিৎসা পরিষেবার আওতায় চলে আসবেন।
একটা সংখ্যা বিভ্রান্ত করছে, কিন্তু সরকারের কাছে নিজস্ব পরিসংখ্যান রয়েছে
অন্টারিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রদেশে বর্তমানে ২৫ লক্ষ মানুষ পরিবার চিকিৎসকের আওতায় নেই এবং আগামী এক বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৪ লক্ষে। যদিও জোনস এই পরিসংখ্যান মানতে নারাজ। তিনি কানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশন-এর তথ্য তুলে ধরে বলেন, “অন্তত ৯০ শতাংশ অন্টারিওবাসীর একটি করে নির্দিষ্ট চিকিৎসক রয়েছেন। আমরা বাকি ১০ শতাংশের জন্যই এই উদ্যোগ নিচ্ছি।”
চিকিৎসা দলে থাকবেন ডাক্তার, নার্স, সোশ্যাল ওয়ার্কার ও পুষ্টিবিদ
নতুন ও সম্প্রসারিত চিকিৎসা দলে থাকবেন পরিবার চিকিৎসক বা নার্স প্র্যাকটিশনার, নার্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল ওয়ার্কার, পুষ্টিবিদ প্রমুখ। যে ধরনের চিকিৎসা মডেল গঠন হবে তার মধ্যে থাকছে ফ্যামিলি হেলথ টিম, কমিউনিটি হেলথ সেন্টার, নার্স প্র্যাকটিশনার ক্লিনিক এবং আদিবাসী স্বাস্থ্য পরিষেবা সংস্থা।
ফিলপট বলেন, “আমরা ১২৫টি পোস্টাল কোড চিহ্নিত করেছি যেখানে প্রাথমিক চিকিৎসা বঞ্চিত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। যদিও চাহিদা গোটা প্রদেশেই রয়েছে, কিন্তু কোথাও সংখ্যা বেশি, কোথাও কম। তাই প্রথমে যাদের সবচেয়ে বেশি দরকার, সেখানে পৌঁছনো জরুরি।”
সেপ্টেম্বরে দ্বিতীয় পর্যায়ের ডাক
এই প্রকল্প ছাড়াও অন্টারিও সরকার আরও ২.২ কোটি ডলার বরাদ্দ করছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলির বাড়তে থাকা খরচ সামলাতে এবং আরও ৩.৭ কোটি ডলার দিচ্ছে অন্টারিও হেলথ টিমগুলিকে। এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বরে আরেক দফা প্রস্তাব আহ্বান করা হবে বলে জানিয়েছে সরকার