খেলা

১৪ বছর বয়সেই আইপিএলে, প্রথম বলেই ছক্কা, বৈভব সূর্যবংশীর অজানা কথা

User avatar placeholder
Written by piash2004

April 20, 2025

১৪ বছর বয়সেই আইপিএলে, প্রথম বলেই ছক্কা, বৈভববৈভব সূর্যবংশীর সূর্যবংশীর অজানা কথা
অভিষেক করে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন যিনি, সেই বৈভব সূর্যবংশীর নাম এখন সবাই মুখে মুখে।

লাজুক স্কুলপড়ুয়া বৈভব যেন স্বপ্নরাজ্যে পা রেখেছে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে প্রথম ছক্কা মেরেছিল। এবার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোড়ন তুলেছেন তিনি।

নির্ভীক এই বাঁহাতি ব্যাটারকে ভবিষ্যতের তারকা হিসেবে ধরা হচ্ছে ইতিমধ্যেই। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে তিনি ২০ বলে ৩৪ রান করেন—তিনটি ছক্কা ও দুটি চার সহ।

মাত্র ১৩ বছর বয়সে, ২০২৩ সালের নভেম্বরের নিলামে ১ লক্ষ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারে তাকে দলে নেয় রাজস্থান।

মিডিয়ার খবর অনুযায়ী, ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারের বাসিন্দা এই প্রতিভাবান খেলোয়াড়। তার বাবা একজন কৃষক ও খণ্ডকালীন সাংবাদিক।

এক ঝটকায় উঠে আসা এই কিশোরের উত্থান রীতিমতো দুরন্ত গতির। মাত্র ১২ বছর বয়সে ২০২৪ সালের জানুয়ারিতে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে তার। এরপর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের জুনিয়র দলে জায়গা পান। সেই ম্যাচে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দেন—যা যুব টেস্টে দ্বিতীয় দ্রুততম শতরান, ইংল্যান্ডের মঈন আলির ২০০৫ সালের রেকর্ডের পরে।

তবে তাকে আন্তর্জাতিক খ্যাতির আলোয় এনে ফেলে ২০২৪ সালের আইপিএল নিলামে শুরু হওয়া রীতিমতো দরকষাকষির লড়াই। সেখান থেকেই বিশ্ব ক্রিকেটে ঝলকে ওঠে এই নাম। এখন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী টি-টোয়েন্টি লিগে খেলছেন, আর প্রাক্তন খেলোয়াড়রা অভিষেক ম্যাচেই তার প্রশংসায় পঞ্চমুখ।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এক্স (সাবেক টুইটার)-এ বৈভবের প্রথম বলেই ছক্কা মারার ভিডিও পোস্ট করে লেখেন, “এটা অবিশ্বাস্য।”

ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর বলেন, “ওর বয়স ১৪ হলেও মানসিকতা ৩০ বছরের ক্রিকেটারের মতো। বৈভব সূর্যবংশী এমন সব বোলারদের মুখোমুখি হয়েছে যারা বছরের পর বছর ধরে বোলিং করে চলেছেন, কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল না।”

আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলেন, “ও একদিন ক্রিকেট শাসন করবে। বৈভব সূর্যবংশী দেখিয়ে দেবে, তার মধ্যে কী আছে।”
রাজস্থান রয়্যালসের কোচ ও ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় নিলামের আগেই ট্রায়ালে বৈভবের পারফরম্যান্স দেখে মুগ্ধ হন। তিনি বলেছিলেন, বৈভবের “দারুণ কিছু স্কিল” রয়েছে।
বোলারদের উপর দাপট দেখানো তার ব্যাটেই কথা বলছে।

তার বাবা সঞ্জীব ভারতীয় এক্সপ্রেস পত্রিকাকে বলেন, “আমি নির্বাক… কী বলব বুঝে উঠতে পারছি না। এটা আমাদের পরিবারের জন্য বিশাল ব্যাপার।”

“আমার মন বলছিল, ওর নাম উঠতেই পারে। কিন্তু কোনোভাবেই ভাবিনি ওর জন্য নিলামে এমন হড়োহড়ি হবে।”

তিনি আরও বলেন, “রাজস্থান রয়্যালস বরাবরই তরুণ খেলোয়াড়দের গড়ে তোলে—সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল কিংবা রিয়ান পরাগ, সবাই এই দলের তৈরি। আমি আন্তরিকভাবে চাই, বৈভবও সেই পথেই এগিয়ে যাক।”

তার রাজ্য কোচ প্রমোদ কুমার বলেন, “ও খুবই চুপচাপ ছেলে, শুধু ক্রিকেট ভালোবাসে।”

টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানান, “এমন খেলোয়াড় মনে হয় শুধু ক্রিকেট খেলার জন্যই জন্মেছে; ওর মন অন্য কিছুতে বসে না।”

২০১১ সালের ২৭ মার্চ জন্ম নেয়া বৈভব সূর্যবংশী প্রথম ক্রিকেটার, যিনি আইপিএলের জন্ম (২০০৮) পরে পৃথিবীতে এসেছেন।
তার আগের সর্বকনিষ্ঠ আইপিএল খেলোয়াড় ছিলেন প্রয়াস রায় বর্মণ। ২০১৯ সালে ১৬ বছর ১৫৭ দিন বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অভিষেক করেন তিনি।
সূত্র: আল জাজিরা

Image placeholder

Leave a Comment