সৌদি আরব মধ্যপ্রচ্যের একটি ধনী দেশ। ২০২২ সালের তথ্য অনুযায়ী দেশটির জিডিপি (GDP) 1.109 trillion USD ডলার। দেশটিতে নাগরিকত্ব পাওয়ার মানে হলো আপনি একটি উন্নত জীবনযাপনের জন্য একটি উন্নত দেশে বসবাসের সুযোগ করে নিয়েছেন।সৌদি আরবে নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী:১. সৌদি আরবে নাগরিকত্ব পাওয়ার জন্য প্রথমেই আপনাকে সৌদিতে অন্তত ১০ বছর বৈধভাবে বসবাস করতে হবে। এতে করে আপনি সৌদি আরবের সকল আইন ও তাদের সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন।২. কোনো নির্দিষ্ট পেশায় উচ্চমানের দক্ষতা থাকতে হবে। যেমন: চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা বা অন্যান্য কাজের অভিজ্ঞতা ইত্যাদি।৩. সৌদিতে নাগরিকত্বের জন্য অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য আর্থিক স্বচ্ছলতা থাকা জরুরি। তবে এটি বিশেষ দক্ষতাসম্পন্ন লোকদের জন্য তেমন কোনো সমস্যা না।সৌদি আরবে নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়া:সৌদি আরবের সিভিল অ্যাফেয়ার্স বিভাগে একটি নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হবে। আবদেনপত্রটি জমা দেওয়ার জন্য আপনার যেই যেই ডকুমেন্ট গুলোর প্রয়োজন হবে তা হলো:জন্ম নিবন্ধন / ভোটার আইডি কার্ডপাসপোর্টশিক্ষাগত যোগ্যতার সনদকর্মসংস্থানের সনদ ইত্যাদি।আবেদনপত্রটি জমা দেওয়ার পর উপযুক্ত বলে বিবেচিত হলে হলে সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকা হতে পারে। ক্ষেত্রবিশেষে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হতে পারে। সকল ধাপ পার হলে সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।মনে রাখবেন, সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল। সব আবেদনই অনুমোদিত হয় না। সৌদিতে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আপনাকে অবশ্যই সৌদি আরবের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করা জরুরি ও আবশ্যক।শেষ কথা:সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। সহজেই তারা নাগরিকত্ব প্রদান করে না। তবে সৌদিতে নাগরিকত্ব পাওয়া অসম্ভব কিছু নয়। ধৈর্য্য ও নিষ্ঠার সাথে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে তা অবশ্যই সম্ভব। প্রবাসীদের অনেকেই সৌদিতে স্থায়ীভাবে বসবাস করছেন।আপনার পরিচিত যদি কোনো সৌদি নাগরিক থাকে, তবে তাদের থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি আরবের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার মাধ্যমে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায় সম্পর্কে সকল খুঁটিনাটি জেনে যাবেন