পাকিস্তান বুধবার সতর্ক করে জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সামরিক হামলা চালাতে পারে। সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরে এক ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যেকার উত্তেজনা প্রবল আকার নিয়েছে।
তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামাবাদের কাছে “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য” রয়েছে—যার ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, ভারত সরকার সামরিক পদক্ষেপ নিতে চলেছে। তিনি বলেন, এটি এমন এক অজুহাতের উপর দাঁড়িয়ে রয়েছে, যা ভিত্তিহীন ও মনগড়া। তিনি উল্লেখ করেন, ২২ এপ্রিল পাহালগামে যে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, সেই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেই ভারত এই পদক্ষেপ নিতে পারে।
“ভারতের যেকোনও ধরনের সামরিক আগ্রাসন পাকিস্তানের তরফ থেকে নিশ্চয় ও দৃঢ়ভাবে প্রতিরোধ করা হবে,” বলেন তিনি। “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান—এই বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। কারণ যে কোনও রকম উত্তেজনার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে।”
নয়াদিল্লির দাবি, এই হামলার সঙ্গে “সীমান্ত-পারাপার সংশ্লিষ্টতা” রয়েছে।
অন্যদিকে, ইসলামাবাদ সেই অভিযোগ নাকচ করে দিয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে, এই হামলার একটি নিরপেক্ষ তদন্তে পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত।
এই ঘটনার পর ভারত বহু দশকের পুরনো জলবণ্টন চুক্তি—ইন্দাস ওয়াটারস ট্রিটি—বাতিল করে দেয়। পাকিস্তান এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
দুই দেশই সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক আরও একধাপ কমিয়ে এনেছে। সূত্র অনাদোলু