ভারত পাকিস্তান: সমর শক্তি অস্ত্রভাণ্ডারে কে এগিয়ে, কে পিছিয়ে? তুলনা

User avatar placeholder
Written by piash2004

April 30, 2025

ভারতের কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর এক ভয়াবহ হামলায় ২৬ জন পুরুষ নিহত হয়েছেন। এই ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের আশঙ্কা ঘনীভূত হয়েছে। পাকিস্তানের দাবি, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে—ভারত শীঘ্রই সামরিক অভিযান চালাতে পারে।

এই দুই পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশীয় প্রতিবেশীর সামরিক বাহিনী ও অস্ত্রভাণ্ডার কেমন, তা নিচে তুলে ধরা হলো। তথ্যসূত্র: লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ।

সামরিক কর্মী সংখ্যা

ভারতের প্রতিরক্ষা বাহিনীতে সক্রিয় কর্মীর সংখ্যা প্রায় ১৪ লক্ষ। এর মধ্যে ১২,৩৭,০০০ জন আছেন সেনাবাহিনীতে, ৭৫,৫০০ জন নৌবাহিনীতে, ১,৪৯,৯০০ জন বিমানবাহিনীতে এবং ১৩,৩৫০ জন উপকূলরক্ষী বাহিনীতে কর্মরত।

পাকিস্তানের সামরিক শক্তি তুলনামূলকভাবে কম। তাদের সক্রিয় কর্মীর সংখ্যা ৭ লক্ষেরও নিচে। এর মধ্যে ৫,৬০,০০০ জন সেনাবাহিনীতে, ৭০,০০০ জন বিমানবাহিনীতে এবং ৩০,০০০ জন নৌবাহিনীতে রয়েছেন।

স্থল সেনার অস্ত্রভাণ্ডার

ভারতের কাছে রয়েছে ৯,৭৪৩টি কামান বা আর্টিলারি, যেখানে পাকিস্তানের রয়েছে ৪,৬১৯টি। ভারতের প্রধান যুদ্ধ ট্যাংকের সংখ্যা ৩,৭৪০টি। পাকিস্তানের কাছে রয়েছে ২,৫৩৭টি।

বিমান বাহিনী

ভারতের রয়েছে ৭৩০টি যুদ্ধক্ষম বিমান। পাকিস্তানের বিমান সংখ্যা অনেকটাই কম—৪৫২টি।

নৌবাহিনী

ভারতের নৌবাহিনীর ভাণ্ডারে আছে ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি ফ্রিগেট এবং দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ। পাকিস্তানের কাছে রয়েছে ৮টি সাবমেরিন ও ১০টি ফ্রিগেট।

পারমাণবিক অস্ত্র

ভারতের কাছে রয়েছে ১৭২টি পারমাণবিক ওয়ারহেড। পাকিস্তানের পরিমাণ প্রায় সমান—১৭০টি।

সূত্র রাইটার্সের প্রতিবেদন ৩০ এপ্রিল ২০২৫

Image placeholder

Leave a Comment