শেষ হয়ে গেছে। পাসপোর্ট হাতে না পেয়ে ইকামা নবায়ন করা সম্ভব হয়নি। তাদের ব্যাংক হিসাব জব্দ করে রাখা হয়েছে। এতে কর্মীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারছেন না।’তিনি বলেন, ‘অনলাইনে ই-পাসপোর্ট নিবন্ধন করা হচ্ছে। কিন্তু যত গ্রাহক নিবন্ধন করতে আসছেন, বেশির ভাগেরই তথ্যে মিল নেই। এ জন্য তারা ই-পাসপোর্ট করতে পারছেন না। বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেয় যে প্রবাসীদের এমআরপির মতো ই-পাসপোর্ট দেবে, তবে প্রবাসীদের সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে।’কাতারে চাকরি হারানোর শঙ্কাপাসপোর্ট নবায়ন জটিলতায় কাতারে বর্তমানে ১০ হাজারের বেশি বাংলাদেশি চাকরি হারানোর শঙ্কায় আছেন। ভোগান্তি বাড়ছে রেসিডেন্সি নবায়নেও। দ্রুত সমস্যা সমাধান না হলে দেশে ফেরত আসা ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলে জানান তারা।এ বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি মেসেজেরও উত্তর দেননি।সূত্র: কালের কণ্ঠ