চার জেলার সীমান্তে তবুও যেন কারোর না
লক্ষ্মীপুর জেলার ইছামতী খালের বাঁকে অনুষ্ঠিত হয়ে গেল আকর্ষণীয় এক ফুটবল টুর্নামেন্ট।
ঈদুল আযহার পরদিন রবিবার জেলার রামগঞ্জ উপজেলার প্রান্তিক জনপদ জাফরনগর গ্রামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রান্তিক বলতে এতোটাই প্রান্তিক গ্রাম যে, টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া কাদা-পানির প্রান্তরটির দক্ষিণ সীমান্ত নোয়াখালী, উত্তর সীমান্ত চাঁদপুর আর পশ্চিম সীমান্ত লক্ষ্মীপুর জেলায়।
পূর্বদিকেও অতি নিকটে কুমিল্লা জেলার একপ্রান্ত।
চারটি জেলার প্রান্তসীমা হওয়ায় কোনও জেলারই উন্নয়নের ছোঁয়া পোঁছায় না এই প্রান্তে।
দেশের হাজারো গ্রাম যখন মাদক – মোবাইল ফোনে বুঁদ, তখন এই জনপদের তরুণ – যুবকরা মেতে থাকতে চায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে।
কিন্তু ক্রীড়াচর্চার জন্যে ন্যূনতম একটি খেলার মাঠও নেই গ্রামবাসীর। এরমধ্যে কাদা-পানির ধানক্ষেতেই টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন লাল সবুজ ক্লাব।
সরকারি উদ্যোগে একটি খেলার মাঠের ব্যবস্থা করে মাদক – মোবাইলে ডুবতে যাওয়া হাজারো গ্রামের সামনে উদাহরণ দাঁড় করানো সম্ভব।