ইংল্যান্ড থেকে কেনা হবে পাসপোর্ট বুকলেট-লেমিনেশন ফয়েল

সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন খেলা স্বাস্থ্য তথ্যপ্রযুক্তি শিক্ষা চট্টগ্রাম প্রতিদিন

search

ইংল্যান্ড থেকে কেনা হবে পাসপোর্ট বুকলেট-লেমিনেশন ফয়েল

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
telegram sharing button
whatsapp sharing button
sharethis sharing button
ইংল্যান্ড থেকে কেনা হবে পাসপোর্ট বুকলেট-লেমিনেশন ফয়েল

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরে ইংল্যান্ড থেকে ৬১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট এবং ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের নির্ধারিত প্রস্তাবের বাইরে সুরক্ষা সেবা বিভাগ থেকে ১৫ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি আলোচনা করে অনুমোদন দিয়েছে।এর প্রেক্ষিতে ইংল্যান্ডের এইচআইডি সিআইডি লিমিটেড থেকে ৬১ কোটি ২০ লাখ টাকা দিয়ে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনা হবে।

এ ছাড়া সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ৮ম শ্রেণি, দাখিল ৮ম শ্রেণি ও কারিগরি ৮ম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।এর প্রেক্ষিতে ১০২টি লটে ৭৬টি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৭৬ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হবে। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৫৬৭ টাকা।