অর্থ পাচারে দুবাইয়ে বাংলাদেশিদের বিশাল চক্র, করণীয় কী

মামুন রশীদ

রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার, যা ছিল অর্থবছর হিসাবে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। ইতিমধ্যে অনেকে বিমানবন্দরে প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেছেন। এমনকি প্রবাসীদের ভিন্ন বা বিশেষ টার্মিনাল ব্যবহারের কথাও উঠে এসেছে। এটি একটি উত্তম প্রস্তাব। তার সঙ্গে বৈধ পথে আনা রেমিট্যান্সের পরিমাণ বিবেচনায় সার্টিফিকেট ইস্যু ও বিশেষ সেবা পাওয়ার বিষয়টিকে সম্পৃক্ত করা যেতে পারে। সেই সঙ্গে বিমানভাড়াকে আরও সাশ্রয়ী করা, বিমানে কেবিন ক্রুদের তাঁদের প্রতি আন্তরিক ব্যবহার এমনকি ‘স্যার’ সম্বোধনের ব্যাপারটি চালু করা যেতে পারে। এমনকি ইমিগ্রেশন পয়েন্টেও। এসব কারণে মুম্বাই কিংবা দিল্লি ট্রানজিট হয়ে গেলেও ভারতের ইনডিগো, ভিস্তারা এয়ারলাইনস ইতিমধ্যে বাংলাদেশের প্রবাসীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। ● মামুন রশীদ অর্থনীতি বিশ্লেষক