বিগ টিকিটে ৩ কোটি ২৬ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশী মনসুর

প্রবাসী বাংলাদেশী আবুল মনসুর আব্দুল সবুর সর্বশেষ বিগ টিকিট ড্রয়ের মাধ্যমে ডিএইস-২০ মিলিয়ন গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। আর তাতে পুরস্কার হিসেবে পাচ্ছেন এক মিলিয়ন দিরহান, যা বাংলাদেশী টাকায় প্রায় তিন কোটি ২৬ লাখ টাকা।বৃহস্পতিবার (৩ অক্টোবর) খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, টানা কয়েক বছর টিকিট কেনার পর অবশেষে জয়ী হয়েছেন মনসুর।প্রতিবেদনে বলা হয়, আবু ধাবিতে অবস্থানরত ৫০ বছর বয়সী মনসুর ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে নিয়মিত টিকিট ক্রয় করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। অবশেষে পেয়েছেন সফলতা। আর তাতে নিজেকে বড় ভাগ্যবান মনে করছেন তিনি।মনসুর বলেন, বন্ধুরাসহ আমি মোট ৫টি টিকিট ক্রয় করেছি। যার মধ্যে আমার টিকিটটি বিজয়ী টিকিট। আর এটি আমার ভাগ্য পরিবর্তন করবে, ইনশাআল্লাহ। আমি কলটি পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম, নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। তবে এখন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।নগদ টাকা দিয়ে কি করবে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি আমার জীবনের পরিকল্পনা সহজ করে দিয়েছে। আমি এর অর্ধেক দিয়ে একটি ব্যবসা শুরু করতে পারবো। আর বাকি টাকা দিয়ে পরিবারের সমস্যাগুলো সমাধান করতে পারবো।