ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।স্থানীয় সময় রোববার দুপুরে প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের।তিনি জানান, ফ্রান্সে প্রায় লক্ষাধিক বাংলাদেশির বসবাস। তাদের দীর্ঘদিনের দাবি ছিল বিশ্বের বিভিন্ন দেশের মতো প্যারিস দূতাবাসে ই-পাসপোর্ট সেবা পাওয়ার। কিন্তু অজ্ঞাত কারণে তা করা হচ্ছিল না। সম্প্রতি এ দাবি নিয়ে প্রবাসী বিভিন্ন সংগঠন সোচ্চার হলে কর্তৃপক্ষের টনক নড়ে।অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।