প্রবাসীদের সম্মানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪

 অ্যাওয়ার্ডস ২০২৪ এর স্পেশাল ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, পারসন অব দি ইয়ার, আলতাব খানকে।  বিজনেস ম্যান অব দি ইয়ার, আশরাফুল আল শামিম, ইয়াংগেস্ট এমারজিং বিজনেস ম্যান অব দি ইয়ার, মোঃ সানি, ইয়াংগেস্ট দাতু অব দি ইয়ার, দাতু মোঃ ইয়াসিন টুটুল, বেষ্ট এমারজিং বিজনেস ম্যান অব দি ইয়ার, মোঃ শরিফুল ইসলাম শরীফ। বেস্ট গ্রুপ অব কোম্পানিজ অব দি ইয়ার ওয়াহিদুর রহমান, সিআইপি ম্যানেজিং ডিরেক্টর- সী মিলিনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি। লাইফ টাইম এচিভমেন্ট ক্যাটাগরিতে মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স এসডিএন বিএইচডি’র দাতু মোঃ মিজান কে।

এসোসিয়েশন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন, কোডরেন্ট, জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়া, বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়া এবং বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া’কে।

মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর এন্ড হেড রিসার্চ সেন্টার ফর নানো-ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য ভয়েস এশিয়ার প্রথমবারের মতো এটি একটি খুব ভাল উদ্যোগ। এটি অন্যান্য বাংলাদেশিদেরও অনুপ্রাণিত করবে। স্বীকৃতি শুধুমাত্র কয়েকটি খাতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ যেমন; শিক্ষা এবং গবেষণা খাতও অন্তর্ভুক্ত করা উচিত।

এছাড়াও জার্নালিজম ক্যাটাগরিতে যেসকল সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়- আরিফুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি, দৈনিক মানবজমিন, কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া প্রতিনিধি, এন টিভি, আব্দুল কাদের, মালয়েশিয়া প্রতিনিধি সময় টিভি, মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি, ডিবিসি, আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত এবং মাই টিভি, জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন এবং রফিক আহমেদ খান, বিডি নিউজ ২৪ এছাড়া ডেভেলপমেন্ট জার্নালিজম ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় যমুনা টিভি, যুগান্তর এবং জাগো নিউজের মালয়েশিয়া প্রতিনিধি, আহমাদুল কবিরকে।

প্রিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স এওয়ার্ডস নাইট হয়ে উঠেছিলো জীবন্ত এবং প্রাণোচ্ছল। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ভয়েস এশিয়ানের এই আয়োজনকে একটি মাইলফলক হিসেবে বিবেচনায় রেখে বলেন, আগামী বছরেও আরো উজ্জ্বলভাবে পাখা মেলবে মালয়েশিয়ায় এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫।