জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের ওয়াজ মাহফিল

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামের এ ইসলামিক মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। ইউরোপে একজন মুসলমানের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন কেমন হওয়া উচিত– এ নিয়ে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলোচকরা।

নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী জার্মানি আয়োজিত এ ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন ইউরোপের জনপ্রিয় ইসলামিক স্কলার লন্ডন এসেক্স জামে মসজিদ এবং একাডেমির প্রিন্সিপাল শায়খ মাহমুদুল হাসান। এছাড়াও মাহফিলে ইসলামের আলোকে পারিবার গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন লন্ডন জমিয়াতুল উম্মাহর হেড অব ইসলামিক স্টাডিজ শায়খ ফারুক হোসাইন।আলোচকরা ইউরোপে একজন মুসলমানের ব্যক্তিগত, পরিবারিক, সামাজিক এবং কর্মজীবনে কীভাবে ইসলামের নির্দেশনা মেনে পরিচালিত করা যায় সে বিষয়ে আলোচনা রাখেন। তারা বলেন, ইসলামের বিধান মেনে পারিবারিক জীবন পরিচালিত করলেই সেখানে শান্তি এবং কল্যাণ নিহিত থাকবে।