এক মিনিটেই আনুষ্ঠানিকতা, ভারতগামী কিংবা দেশে আসা যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে

মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের গমনাগমনের ব্যবস্থা করেছে বেনাপোল ইমিগ্রেশন। একইসেঙ্গে, বহিরাগতদের আনাগোনা শূন্যের কোঠায় আনতে সক্ষম হয়েছে তারা। সেক্ষেত্রে ভারতগামী কিংবা দেশে ফিরে আসা পাসপোর্টযাত্রীরা এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে পাসপোর্টযাত্রীরা ইমিগ্রেশনে পদে পদে বাধার সম্মুখীন হতেন। ইমিগ্রেশন পুলিশ ডেস্কে থাকা অবস্থায় যাত্রীদের পাসপোর্ট নিয়ে বিনাকারণে সময়ক্ষেপণ করতেন। ইনিয়ে বিনিয়ে পাসপোর্ট বা ভিসা নিয়ে যাত্রীদের সঙ্গে বচসায় লিপ্ত হতেন। কিন্তু মাস দুয়েক হলো এই অবস্থা থেকে যাত্রীরা পরিত্রাণ পেয়েছেন।